গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার একটি ঐতিহ্যবাহীবোনারপাড়া ইউনিয়ন পরিষদ ।কাল পরিক্রমায় আজ বোনারপাড়া ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা, রেলওয়ে জংশন ষ্টেশন সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজওসমুজ্জ্বল।
ক) নাম – ১০নং বোনারপাড়া ইউনিয়ন পরিষদ।
খ) আয়তন – ২২.৯২ (বর্গ কিঃ মিঃ)
গ) লোকসংখ্যা – ৪৫০০০ হাজার (প্রায়) খানার সংখ্যা: ৮৫০০
ঘ) গ্রামের সংখ্যা – ১০ টি।
ঙ) মৌজার সংখ্যা – ১০ টি।
চ) হাট/বাজার সংখ্যা -২ টি।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/রিক্সা/ রেল লাইন
জ) শিক্ষার হার – ৪৫%।
ঝ) সর্বমোট ভোটার সংখ্যা-২০,৪৪৭
ভোটার সংখ্যা (পুরুষ) ১০৩৯০
ভোটার সংখ্যা (মহিলা) ১০০৫৭
সরকারী প্রাথমিক বিদ্যালয়- ১০টি,
বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ৮টি,
উচ্চ বিদ্যালয়ঃ ৩টি,
মাদ্রাসা- ১টি।
ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব আহসান কবির
ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- নাই।
ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – নাই।
ঠ) ইউপি ভবন স্থাপন কাল – ১৯৯০ইং।
ড) নব গঠিত পরিষদের বিবরণ –
১) শপথ গ্রহণের তারিখ – ০৬/০৮/২০১১ইং
২) প্রথম সভার তারিখ – ০৬/০৮/২০১১ ইং
৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ০৬/০৭/২০১৭ইং
ঢ) গ্রাম সমূহের নাম –
হেলেঞ্চা তেলিয়ান ময়মন্তপুর
বাটী বোনারপাড়া শিমুলতাইড়
ছাটকালপানি কালপানি রাঘবপুর
দূর্গাপুর দলদলিয়া
ণ) ইউনিয়ন পরিষদ জনবল –
১) নির্বাচিত পরিষদ সদস্য – ১২ জন।
২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।
৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ১০ জন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS